লালন ফকীর রচিত গান নং ৮১৭

সেই প্রেম সামান্যে কি জানা যায় ।
যে প্রেম সেধে গৌর হলো শ্যামরাই ।।
দেবের দেব পঞ্চাননে জেনেছিলো সে একজনে ।
শক্তির আসন বক্ষস্থলে বক্ষস্থলে দেয় ।।
প্রেমিক ছিলো চণ্ডীদাসে বিকালো রজকীর পাশে ।
মরে আবার জীবনে সে জীবনদান পায় ।।
মরে যেজন বাঁচতে পারে প্রেমগুরু জানায় তারে ।
সিরাজ সাঁই কয় লালনেরে তোর সে কার্য নয় ।।