সেই অটলরুপে উপাসনা ।
ভবে কেউ জানে কেউ জানেনা ।।
বৈকুণ্ঠে গোলোকের উপর আছেরে সেই রুপের বিহার ।
কৃষ্ণের কেউ নয় সে অধর রাধার প্রতি সেজনা ।।
স্বরুপ রুপের এই যে ধরন দোহার ভাবে টলে দোহার মন ।
অটলকে টলাতে রে মন পারে বলো কোনজন ।।
নিরাকারে জল হইতে জন্মে শক্তির ধারা সেই অবিম্বে ।
লালন বলে তার অনুপ্রেমে দিন থাকতে জেনে নে না ।।