সেই গোরা এসেছে নদীয়ায় ।
রাধারাণীর ঋণের দায় ।।
ব্রজে ছিলো কানাই বলাই নদীয়াতে নাম পড়ালো গৌর নিতাই ।
ব্রহ্মাণ্ড যার ভাণ্ডেতে রয় সে কি ভোলে দই চিড়ায় ।।
ব্রজে খেয়ে মাখন ছানা পুরেনি আমায় নদীয়াতে দই চিড়াতে ভুলেছে কানাই ।
যার বেণুর সুরে ধেনু ফেরে যমুনার জল উজান ধায় ।।
আয় নাগরী দেখবি তোরা নবরসের নব গোরা দেখলে প্রাণ জুড়ায় ।
লালন বলে অন্তিমকালে চরণ দেবেন গোসাঁই ।।