লালন ফকীর রচিত গান নং ৮২৩

সে ধন কি আর চাইলে মেলে
হরি ভক্তের অধীন কালে কালে
ভক্তের বড় পণ্ডিত নয়
নাম তার প্রহলাদ কয়
অগ্নিকুণ্ডে কৃষ্ণ গোসাঁই
আপনি যারে বাচাইলে ।।
বনের একটা পশু বৈ নয়
নাম তার হনুমান কয়
কৃষ্ণ রুপ রাম রুপ ধরায়
কেবল শুদ্ধ ভক্তি বলে ।।
অভক্তে সে দেয়না দেখা
কেবল শুধু ভক্তের সখা
লালন ভেড়োর স্বভাব বাঁকা
অধর চাঁদকে রইলো ভুলে ।।