সে ভাব উদয় না হলে ।
কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে ।।
ডাঙ্গাতে পাতিয়ে আসন জলে রয় তার কীর্তি এমন ।
বেদে কি তার পায় অন্বেষণ রাগের পথ ভুলে ।।
ঘর ছেড়ে বৃক্ষেতে বাসা অপথে তার যাওয়া আসা ।
না জেনে তার ভেদ খোলাসা কথায় কি মেলে ।।
জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে না পায় ।
লালন তেমনই সাধনধারায় পলো গোলমালে ।।