সে ভাব সবাই কি জানে ।
যে ভাবে শ্যাম আছে বাঁধা গোপীর সনে ।।
গোপী বিনে জানে কেবা শুদ্ধরস অমৃত সেবা ।
পাপ পূণ্যের জ্ঞান থাকেনা কৃষ্ণ দরশনে ।।
গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা ।
নিহেতু প্রেম অধর ধরা গোপীদের মনে ।।
টলে জীব অটলে ঈশ্বর তাইতে কি সে রসিক নাগর ।
লালন বলে রসিক বিভোর রস ধিয়ানে ।।