সদর ঘরে যার নহর পড়েছে ।
সে কী আর বসে রয়েছে ।।
সদরে সদর হয়েছে যার বলো জন্ম মৃত্যূভয় কী আছে তার ।
সে না সাধন জোরে শমন আর যম মেরে বসে রয়েছে ।।
ফণী মণি মুক্তালতা তার সর্বাঙ্গে কাঞ্চন মুক্তা গাঁথা ।
কহিবার নয় সেসব কথা রুপে ঝলক দিতেছে ।।
সে যখন দরজা খোলে মানুষ পবন হিল্লোলে চলে ।
লালন বলে তার কি বাহক আছে আর সে তো জপসাধন করেছে ।।