সদা সোহাগিনী ফকীর সাধে কেউ কি হয় ।
তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয় ।।
যার নাম সামা সেই তো রে গান কোরানেতে বলে এলহাম ।
তা নইলে কি হাদীস কোরাণ রাগরাগিণী দেয় ।।
সৎগান যদি বেদাত হতো তবে কি সুরে ফেরেস্তা গাইতো ।
চেয়ে দেখো নবীকে মেরাজের পথে নৃত্যগীতে নেয় ।।
আধখুট্টি পোন বাঙালি ভাই ভাব না বুঝে গোল যে বাঁধায় ।
গানের ভাব বিশেষে ফল দেবেন সাঁই লালন ফকীর কয় ।।