লালন ফকীর রচিত গান নং ৭৯৫

সদা সে নিরঞ্জন নীরে ভাসে ।
যে জানে সে নীরের খবর নীরঘাটায় খুজলে তারে পায় অনায়াসে ।।
বিনা মেঘে নীর বরিষণ করিতে হয় তার অন্বেষণ ।
যাতে হলে ডিম্বের গঠন থাকে অবিম্বু শম্ভূবাসে ।।
যথা নীরের হয় উৎপত্তি সেই আবিম্বে জন্মে শক্তি ।
মিলন হলো উভয় রতি ভাসলে যখন নৈরেকারে এসে ।।
নীরে নিরঞ্জন অবতার নীরেতে সব করবে সংহার ।
সিরাজ সাঁই তাই কয় বারেবার দেখ রে লালন আত্মতত্বে বসে ।।