সদা মন থাকো বাহুশ ধরো মানুষ রুপ নিহারে ।
আয়না আটা রুপের ছটা চিলেকোঠায় ঝলক মারে ।।
বর্তমানে দেখো ধরি নরদেহে টল বিহারী ।
মরো কেন হড়ি বড়ি কাঠের মালা টিপে হারে ।।
স্বরুপ রুপে রুপকে জানা সেই তো বটে উপাসনা ।
গাজায় দম চড়িয়ে মনা বোমকালী আর বলিস নারে ।।
দেল ঢুড়ে দরবেশ যারা রুপ নিহারে সিদ্ধ তারা ।
লালন কয় আমার ফেরা ডেংগুলিটি সার হলোরে ।।