স্বরুপে রুপ আছে গিলটি করা ।
রুপ সাধন করলো স্বরুপ নিষ্ঠা যারা ।।
শতদল সহস্রদলে রুপ স্বরুপে ভাটা খেলে ।
ক্ষণেক রুপ রয় নিরালে নিরাকারা ।।
রুপ বললে যদি হয় রুপসাধন তবে কি আর ভয় ছিলো মন ।
সে মহারাগের করণ স্বরুপ দ্বারা ।।
আসবে বলে স্বরুপ মণি থাকগা বসে ঘাট ত্রিবেণী ।
লালন কয় সামাল ধনী সেই কিনারা ।।