লালন ফকীর রচিত গান নং ৮৫১

স্বরুপ রুপে নয়ন দেরে ।
দেখিবি সে রুপের অরুপ আ মরি কেমন স্বরুপ ঝলক মারে ।।
স্বরুপ বিনে রুপটি দেখা সে কেবল মিথ্যে ধোকা ।
সাধকের লেখাজোখা স্বরুপ সত্যসাধন দ্বারে ।।
মনমোহিনীর মনোহরা রুপ নর রুপেতে হের সেরুপ ।
যে দেখো সে থাকোরে চুপ বলতে নারে ভেদ যারে তারে ।।
স্বরুপে যার আছে নয়ন তারে কি ছুতে পারে শমন ।
সিরাজ সাঁই বলেরে লালন তুই রুপ ভুলিলে পড়বি ফ্যারে ।।