স্বরুপ দ্বারে রুপ দর্পণে সেই রুপ দেখেছে যেজন ।
তার রাগের তালা আছে খোলা সেই তো প্রেমের মহাজন ।।
অনুরাগের রসিক হয়ে যেজন
জানতে পারে সে রোগের করণ ।।
তার আপ্তসুখের নাইরে আশা
অন্তরে করে শুদ্ধরসের নিরুপণ ।।
সামান্যে না পাবে দেখা স্বরুপে রুপ আছে ঢাকা
লালন বলে কোলের ঘোরে হারালাম রাঙাচরণ ।।