লালন ফকীর রচিত গান নং ৭৯৬

সবে বলে লালন ফকীর হিন্দু কি যবন ।
লালন বলে আমার আমি না জানি সন্ধান ।।
একই ঘাটে আসা যাওয়া একই পাটনী দিচ্ছে খেওয়া ।
কেউ খায়না কারো ছোয়া ভিন্ন জল কে কোথা পান ।।
বেদ কোরাণে করেছে জারি যবনের সাঁই হিন্দুর হরি ।
তাও তো আমি বুঝতে নারি দুইরুপ সৃষ্টি করলেন কী প্রমাণ ।।
বিবিদের নাই মুসলমানি পৈতে নাই যার সেও তো বামনি ।
বোঝেরে ভাই দিব্যজ্ঞানী লালন তেমনই জাত একখান ।।