সবাই কি তার মর্ম জানতে পায় ।
যে সাধনভজন করে সাধক অটল হয় ।।
অমৃত মেঘের বরিষণ চাতক ভাবে চায়রে মন ।
তার একবিন্দু পরশিলে শমনজ্বালা দূরে যায় ।।
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে মহাযোগ সেই জানতে পারে ।
তিন দিনের তিন মর্ম জেনে একদিনে সেধে লয় ।।
বিনাজলে হয় চরণামৃত যা ছুইলে যায় জরামৃত ।
লালন বলে চেতনগুরুর সঙ্গ নিলে দেখায়ে দেয় ।।