সব লোকে কয় লালন কি জাত সংসারে ।
লালন কয় জাতের কি রুপ দেখলামনা এই নজরে ।।
সুন্নত দিলে হয় মুসলমান নারীলোকের কি হয় বিধান
বামুন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কী করে ।।
কেউ মালা কেউ তসবিহ গলে তাইতে কি জাত ভিন্ন বলে ।
আসা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে ।।
জগত জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথাতথা ।
ফকীর লালন কয় জাতের ফাতা বিকিয়েছি সাধবাজারে ।।