লালন ফকীর রচিত গান নং ৭৬৬

সাঁই দরবেশ যারা ।
আপনারে ফানা করে অধরে মিশায় তারা ।।
মন যদি আজ হওরে ফকীর
জেনে লও সেই ফানার ফিকির সে কেমন অধরা ।
ফানার ফিকির না জানিলে ভস্মমাখা হয় মশকরা ।।
কূপজলে সে গঙ্গাজল পড়িলে হয়রে মিশাল উভয় একধারা ।
এমনই যেন ফানার করণ রুপে রুপ মিলন করা ।।
মুর্শীদরুপ আর আলক নূরী কেমনে এক মনে করি দুইরুপ নিহারা ।
লালন বলে রুপসাধনে হোসনে যেন জ্ঞানহারা ।।