লালন ফকীর রচিত গান নং ৮৪০

সামান্যে কি সেই প্রেম হবে ।
গুরু পরশিলে আপনি প্রেম আপনি উদয় দেবে ।।
যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন অকৈতব সেই প্রেমের করণ কারণ ।
যোগ্য অনুসার মর্ম জানে তার অযোগ্য পাত্রে কি সেইভাবে সম্ভবে ।।
বলবো কী সেই প্রেমের বাণী কাম থেকে হয় নিস্কামী ।
সে যে শুদ্ধ সহজ রস করিয়ে বশ দোহার মন বহে দোহার ভাবে ।।
অরুণ কিরণে হয় যেমন কমলিনী প্রফুল্লবদন
লক্ষ যোজনান্তে দোহার প্রেম একান্তে
লালন কয় রসিকের প্রেম তেমনই ভবে ।।