লালন ফকীর রচিত গান নং ৮৪১

সামান্য জ্ঞানে কি তার মর্ম জানা যায় ।
যে ভাবে অটল হরি এলো নদীয়ায় ।।
জীব তরাতে অংশ হতে বাঞ্ছা করে নিজে আসিতে ।
আরো বাঞ্ছা হয় তাতে অঙ্গদের বাঞ্ছায় ।।
শুনে অঙ্গদের হুহুঙ্কারী এলো কৃষ্ণ নদেপুরী ।
বেদের অগোচর তারই সেই লীলে হয় ।।
ধন্যরে গৌর অবতার কলিকালে হলো প্রচার ।
কলির জীব পেলো নিস্তার লালন গোল বাঁধায় ।।