সাধুসঙ্গ করো তত্ব জেনে ।
সাধন হবেনা অনুমানে ।।
সাধুসঙ্গ করোরে মন অনর্থে হবে বিবর্তন ।
ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয়দমন হবেরে সঙ্গগুণে ।।
নবদ্বীপে পঞ্চতত্ব তার স্বরুপে রুপ আছে বর্ত ।
ভজন যদি হয়গো সত্য গুরু ধরে লও জেনে ।।
আদ্য সঙ্গ যদি করে কোনো ভাগ্যবানে সেই তো দেখছে লীলা বর্তমানে ।
সিরাজ সাঁই বলে লালন যাসনে না জেনে শ্রীবাস অঙ্গনে ।।