লালন ফকীর রচিত গান নং ৭৫২

রুপের তুলনা রুপে ।
ফণী মণি সৌদামিনী কি আর তার কাছে শোভে ।।
যে দেখেছে সেই অটল রুপ বাক নাহি মেরেছে চুপ ।
পার হলো সে এ ভবকূপ রুপের মালা এ হৃদয় জপে ।।
আমি বিদ্যে বুদ্ধি হানি ভজন সাধন নাহি জানি ।
বলবো কী সে রুপ বাখানি মনমোহিনীর মনোকল্পে ।।
বেদে নাই সে রুপের খবর কেবল শুদ্ধপ্রেমে বিভোর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর নিজরুপে রুপ দেখ সংক্ষেপে ।।