লালন ফকীর রচিত গান নং ৭৪২

রসুলের সব খলিফা কয় বিদায়কালে ।
গায়েবী খবর আর কি পাবো তুমি আজ চলে গেলে ।।
কোরাণের ভিতর সে তো মোকাত্তায়াত হরফ কত ।
মানে কও তার ভালোমত ফেলোনা গোলে ।।
মহাপ্যাচ আইন তোমার বুঝে ওঠে কী সাধ্য কার ।
কি করিতে কি করি আর সহি না বুঝলে ।।
আহাদ নামে কেন আপি মীম দিয়ে মীম করো নফি ।
কী তার মর্ম কও নবীজি লালন তাই বলে ।।