রসুল রসুল বলে ডাকি ।
রসুল নাম নিলে পরম সুখে থাকি ।।
মক্কায় গিয়ে হজ্ব করিয়ে রসুলের রুপ নাহি দেখি ।
মদীনাতে গিয়ে দেখি রসুল মরেছে তার রওজা এ কী ।।
কুল গেলো কলঙ্ক হলো আর দিতে কি আছে বাকী ।
দ্বীনের রসুল মারা গেলে কেমন করে দুনিয়ায় থাকি ।।
হায়াতুল মুরসালিন বলে কোরাণেতে লেখা দেখি ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন রসুল চিনলে আখের পাবি ।।