রসুল কে তা চিনলেনা রে ।
রসুল পয়দা হলেন আল্লার নূরে ।।
রসুল মানুষ চিনলে পরে আল্লা তারে দয়া করে ।
দেল আরশে আল্লা নবী দুজনাতে বিহার করে ।।
নয়নে না দেখলাম যারে কি মতে ভজিবো তারে ।
নীচের বালু না গুনিয়ে আকাশ ধরছো অন্ধকারে ।।
রসুল মানুষের সঙ্গ নিলে যম যাতনা যেতো দূরে ।
লালন বলে রসুলেরে না চিনে পড়েছি ফ্যারে ।।