লালন ফকীর রচিত গান নং ৭৫৬

রসিকের ভঙ্গিতে যায় চেনা ।
তার শান্তচিত্ত উর্ধ্বরতি বরণ কাঁচা সোনা ।।
সহজ হয়ে সহজ মানুষ সেধেছে সেইজনা ।
তার কামসাগরে চর পড়েছে প্রেমসাগরে জল আটেনা ।।
চণ্ডীদাস আর রজকীনি ।
তারাই প্রেমে ধন্য শুনি এমন প্রেমিক কয়জনা ।।
তারা একপ্রেমে দুই জন মরে ।
কেউ কাউকে ছাড়েনা ।।
সিরাজ সাঁই দরবেশে বলে শোনরে লালন বলি খুলে ।
রসিকের প্রেম চমৎকারা তাদের সে প্রেম ছোটেনা ।।