রোগ বাড়ালি শুধু কুপথ্য করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজেরে ।।
মানিলে কবিরাজের বাক্য তবে রোগ হতো আরোগ্য ।
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ হয়ে রোগ বাড়ালি রে ।।
অমৃত ঔষধ খেলি তাতে মুক্তি নাহি পেলি ।
লোভ লালসে ভুলে রলি ধিক তোর লালসেরে ।।
লোভে পাপ পাপে মরণ তা কি জানোনা রে মন ।
সিরাজ সাঁই কয় লালন এখন মরগে ঘোর বিকারে ।।