লালন ফকীর রচিত গান নং ৭৫৩

রঙমহলে সদাই ঝলক দেয় ।
যার ঘুচেছে মনের আঁধার সেই দেখতে পায় ।।
শতদলে অন্তঃপুরী আলীপুরে তার কাচারী ।
দেখলে সে কারিগরী হবে মহাশয় ।।
সজল উদয় সেই দেশেতে অনন্ত ফল ফলে তাতে ।
প্রেম পাতিজাল পাতলে তাতে অধরা ধরা যায় ।।
রত্ন যে পায় আপন ঘরে সে কী আর খোজে বাহিরে ।
না বুঝিয়ে লালন ভেড়ে দেশবিদেশে ধায় ।।