রঙমহলে চুরি করে কোথা সে চোরের বাড়ি ।
ধরতে পারলে সেই চোরের পায়ে দিতাম মনোবেড়ি ।।
সিংদরজায় চৌকিদার একজন অষ্টপ্রহর থাকে সচেতন ।
কীরুপ ভাবে ভেলকি মেরে চুরি করে কোন ঘড়ি ।।
ঘর বেড়িয়ে ষোলোজন সেপাই এক একজনের বলের সীমা নাই ।
তারাও চোরেরে টের না পেলো কার হাতে দেবে দড়ি ।।
পিতৃধন সব নিলো চোরে নেংটিঝাড়া করলো মোরে ।
লালন বলে একই কালে চোরের কি হলো আড়ি ।।