লালন ফকীর রচিত গান নং ৭৫৫

রাত পোহালে পাখি বলে দেরে খাই ।
আমি গুরুকার্য মাথায় লয়ে কী করে কোন পথে যাই ।।
এমন পাখি কেবা পোষে খেতে চায় সাগর শুষে আমি কি দিয়ে যোগাই ।
পাখি পেট ভরিলে হয়না রত খাবো খাবো রব সদাই ।।
আমি বলি আত্মারাম পাখি লওরে আল্লার নাম যাতে মুক্তি পাই ।
পাখি সে নামে তো হয়না রত কী করবে গুরু গোসাঁই ।।
আমি লালন লালপড়া পাখি আমার সেই আড়া তার সবুর কিছুই নাই ।
বুদ্ধিসুদ্ধি সব হারায়ে সার হলোরে পেটুক বাই ।।