লালন ফকীর রচিত গান নং ৭৫১

রাধা রাণীর ঋণের দায় গৌর এসেছে নদীয়ায় ।
বৃন্দাবনের কানাই আর বলাই ।।
নদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই ।
কবে যে যশোদা বেঁধেছিলো হাত বুলারে জানা যায় ।।
বৃন্দাবনের ননী খেয়ে পেট তো ভরে নাই ।
নদে এসে দই চিড়াতে ভুলেছে কানাই ।।
তুমি কোন ভাবেতে ।
কোপনী নিলে সেই কথা বলো আমায় ।।
তুমি কৃষ্ণ হরি দয়াময় ।
তোমাকে যে চিনতে পায় অধীন লালন কয় ।।
তুমি ধরতে গেলে না দাও ধরা ।
কেবল গোপীগণের মন ভোলাও ।।