পড়োরে দায়েমি নামাজ এইদিন হলো আখেরী ।
মাশুকরুপ হৃৎকমলে দেখো আশেক বাতি জ্বলে
কি বা সকাল কি বৈকারে দায়েমীর নাই অবধারী ।।
সালেকের বাহ্যপনা মজ্জুরি আশেক দেওয়ানা
আশেক দেলে করে ফানা মাশুক বৈ অন্য জানেনা
আশার ঝুলি লয়ে সে না মাশুকের চরণ ভিখারী ।।
কেফায়া আইন সিনই এহি ফরজ জাত নিশানী
দায়েমী ফরজ আদায় যে করে তার নাই জাতের ভয়
জাত এলাহীর ভাবে সদাই মিশেছে সেই জাতি নূরী ।।
আইনির অদেখা তরিক দায়েমী বরজোখ নিরীখ
সিরাজ সাঁইর হক বচন ভেবে কয় ফকীর লালন
দায়েমী সালাতি যেজন শমন তার আজ্ঞাকারী ।।