লালন ফকীর রচিত গান নং ৫১০

পড়গা নামাজ ভেদ বুঝে ।
বরজোখ নিরিখ না হলে ঠিক নামাজ পড়া হয় মিছে ।।
আপনি কেন আপন পানে তাকাও নামাজে বসে ।
আত্তাহিয়াতু রুকু সালাম দেখো তার প্রমাণ আছে ।।
সুন্নত নফল ফরজ সব রাকাত গোনা নামাজ ।
থাকলে এসব হিসাব নিকাশ বরজোখ ঠিক রয় কীসে ।।
শুনে ভজনের হুকুম সাবেদ করেছে ।
লালন বলে আন্ধেলা ইমাম এক্তেদা নাই তার পিছে ।।