লালন ফকীর রচিত গান নং ৫২১

প্রেমের ভাব জেনেছে যারা ।
গুরুরুপে নয়ন দিয়ে হয়েছে আত্মহারা ।।
সখ্য শান্ত দাস্যরসে বাৎসল্য মধুর বশে ।
পঞ্চতত্ব পঞ্চপ্রেমে বইছে সহস্রধারা ।।
পঞ্চানন খায় ধুতরা ঘটা হয় মাতোয়ারা ।
মুখে বলে রাম হরি নাম ঐ প্রেমের প্রেমিকারা ।।
খেলে তার নামসুধা মিটে যায় ভবক্ষুধা ।
কখনো গরলসুধা পান করেনা তারা ।।
সদাই থাকে নিষ্ঠারতি হয়ে মরার আগে মরা ।
কত মণিমুক্তো রত্নহীনা মালখানায় দেয় পাহারা ।।
প্রেম শক্তি চতুর্দলে কুম্ভক উঠিয়ে ঠেলে ।
প্রেমশক্তির বাহুবলে উজানে ভাসায় ভারা ।।
শতদল লঙ্ঘন করে সহস্তে কায়েম করা ।
আসা যাওয়াই হলো সারা ।।