লালন ফকীর রচিত গান নং ৫১৯

প্রেমেন্দ্রিয় বারি অনুরাগ নইলে কি যায় ধরা ।
যে বারি পরশে জীবের যাবে ভবজ্বালা ।।
বারি মানে বার এলাহি নাহিরে তুলনা নাহি ।
সহস্রদলেতে সেহি মৃণাগতি বহে ধারা ।।
ছায়াহীন এক মহামণি বলবো কীরে তার করণী ।
প্রকৃতি হন তিনি বারি সেধে অমর গোরা ।।
আসমানে বরিষণ হলে জল দাড়ায় মৃত্তিকা স্থলে ।
লালন ফকীর ভেবে বলে মাটি চিনবে ভাবুক যারা ।।