লালন ফকীর রচিত গান নং ৫১১

প্রেম পীরিতের উপাসনা ।
না জানলে সে রসিক হয়না ।।
প্রেম প্রকৃতি স্বরুপশক্তি কামগুরু হয় নিজপতি ।
মনরসনা অনুরাগী না হলে ভজনসাধন হবেনা ।।
যোগী ঋষি মুনিগণে বসে আছে প্রেমসাধনে ।
শুদ্ধ অনুরাগী বলে পেয়েছে কেলেসোনা ।।
প্রেমের বাণে মধু চেনে সাধুজন
শুদ্ধ অনুরাগী যারা উর্দ্ধদেশে করে গমন ।
লালন বলে জ্ঞানী না হলে নিগূঢ়তত্ব জানবে না ।।