লালন ফকীর রচিত গান নং ৫২৩

প্রেম করা কি কথার কথা ।
হরিপ্রেমে নিলো গলে কাঁথা ।।
একদিন রাধে মান করিয়ে ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে ।
মানের দায়ে শ্যাম যোগী হয়ে মুড়ালে মাথা ।।
আর এক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে করে খেলা ।
গলে শুদ্ধ হাড়ের মালা দেখতে পাগল অবস্থা ।।
রুপ সনাতন উজির ছিলো প্রেমে মজে ফকীর হলো ।
লালন বলে তেমনই জেনো শুদ্ধ সে প্রেমের ক্ষমতা ।।