প্রেম জানোনা প্রেমের হাটে বোল বলা ।
কথায় করো ব্রহ্মালাপ মনে মনে খাও মনকলা ।।
বেশ করে বৈষ্ণবগিরি রস নাহি তার যশটি ভারি ।
হরি নামে ঢু ঢু তারই তিনগাছি জপের মালা ।।
খাদা বাদা ভূত চালানি সেই যে বটে গণ্য জানি ।
সাধুর হাটে ঘুষ ঘুষানি কি বলিতে কী বলা ।।
মন মাতোয়াল মদন রসে সদাই থাকে সেই আবেশে ।
লালন বলে সকল মিছে লবলবানি প্রেম উতলা ।।