লালন ফকীর রচিত গান নং ৫৩২

পড়ে ভূত আর হোসনে মনুরায় ।
কোন হরফে কী ভেদ আছে লেহাজ করে জানতে হয় ।।
আলিফ হে আর মীম দালেতে আহমদ নাম লেখা যায় ।
মীম হরফ তার নফি করে দেখনা খোদা কারে কয় ।।
আকার ছেড়ে নিরাকারে ভজলিরে আন্ধেলার প্রায় ।
আহাদে আহমদ হলো করলিনে তার পরিচয় ।।
জাতে সেফাত সেফাত জাত দরবেশে তাই জানিতে পায় ।
লালন বলে কাঠমোল্লাজি ভেদ না জেনে গোল বাঁধায় ।।