লালন ফকীর রচিত গান নং ৫৩৩

পেড়োর ভূত হয় যেজনা শোনরে মনা কোন দেশে সে মুরিদ হয় ।
ফাতেহায় ভূত সেরে যায় পেড়োর দরগায় ।।
মক্কায় শুনি শয়তান থাকে ভূত হয় নাকি পেড়োর মাঝে ।
সে কথা পাগলেও বোঝে এই দুনিয়ায় ।।
মুর্দার নামে ফাতেহা দিলে মুর্দা কি তা পায় সেখানে গেলে ।
তবে কেন পিতাপুত্রে দোজখে যায় ।।
মরার আগে মলে পরে আপ ফাতেহা হতে পারে ।
তবে আখের হতে পারে অধীন লালন কয় ।।