পার করো চাঁদ আমায় বেলা ডুবিলো ।
আমার হেলায় হেলায় অবহেলায় দিন তো বয়ে গেলো ।।
আছে ভবনদীর পাড়ি নিতাই চাঁদ কাণ্ডারী ।
কুলে বসে রোদন করি আমি কি গৌরকূল পাবো ।।
গৌরচাঁদ এসে কূলে বসেছে কুলগৌরবিনী যারা ।
কুলে থাকে তারা ও কুল ধুয়ে কি জল খাবো ।।
ও চাঁদ গৌর যদি পাই কুলের মুখে দিয়ে ছাই ।
আর তো কিছু না চাই ফকীর লালন বলে শ্রীচরণের দাসী হবো ।।