লালন ফকীর রচিত গান নং ৫৩৫

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে ।
দেখো দেখো মনুরায় হয়েছে উদয় কী আনন্দময় সাধুর সাধবাজারে ।।
যথারে সাধুর বাজার তথারে সাঁইর বারাম নিরন্তর ।
হেন সাধসভায় তবে এনে মন আমায় আবার যেন ফ্যারে ফেলিস নারে ।।
সাধুর বাতাসে রে মন বনের কাষ্ঠ হয়রে চন্দন ।
লালন বলে মন খোজো কী আর ধন সাধুর সঙ্গে রঙ্গে অঙ্গ বশ করো রে ।।