পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় ।
কর্মের লিখিত কাজ করলে দোষগুণ তার কি হয় ।।
রাজার আজ্ঞায় দিলে ফাঁসি ফাঁসিদার কি হয়গো দোষী ।
জীবে পাপ করিয়ে কি সাঁই তার ফাটক দেয় ।।
শুনতে পাই সাধু সংস্কার পূর্বে থাকলে পরে হয় তার ।
পূর্বে না হলে এবার কি হবে উপায় ।।
কর্মের দোষ কাজকে দোষাই কোন কথাতে গিরে দিই ভাই ।
লালন বলে আমার বোধ নাই শুধাবো কোথায় ।।