পানকাউর দয়াল পাখি ।
রাতদিন তারে জলে দেখি ।।
মাছধরা তার যেমন তেমন বিলের শ্যাওলা ঠেলে সারাক্ষণ ।
বিলের কাদাখোচা সার হলে সারা গায়ে কাদা মাখি ।।
কানাবগী মাছ ধরার লোভে বেড়ায় সেই গাঙের কুলে কুলে ।
ঠোক দিয়ে মাছ তুলে ডাঙার উপরে তাকায় আড়চোখি ।।
মাছরাঙা নিহার করে পানির উপরে তাতে সে মাছ ধরে ।
লালন বলে সেই জায়গায় জাল ঠেলা কারো সাধ্য কি ।।