অপারের কাণ্ডার নবীজি আমার
ভজন সাধন বৃথাই গেলো, দ্বীনের নবী না চিনে ।
আউয়াল আখের জাহের বাতেন নবী কখন কোনরুপ ধারণ করেন কোনখানে ।।
আসমান জমিন জলাদি পবন যে নবীর নূরেতে সৃজন ।
কোথায় ছিলো নবীজির আসন নবী পুরুষ কি প্রকৃতি আকার তখনে ।।
আল্লাহ নবী দুটি অবতার গাছে বীজ দেখি তার প্রচার ।
সুবুদ্ধিতে করো বিচার গাছ বড় কি ফলটি বড় বড় দাও জেনে ।।
আত্মতত্বে ফাজেল যেজনা সে জানে নবীর নিগূঢ় কারখানা ।
রসুলরুপে প্রকাশ রব্বানা, লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে ।।