লালন ফকীর রচিত গান নং ৬

অনুরাগ নইলে কি সাধন হয় ।
সে তো শুধু মুখের কথা নয় ।।
বনের পশু হনুমান রাম বিনে তার নাইরে ধ্যান ।
মুদিলেও তার দুই মোদা নয়ন অন্যরুপ ফিরে নাহি চায় ।।
তার সাক্ষী দেখ চাতকেরে কৈট সাধনে যায় মরে ।
তবু অন্যবারি খায় নারে থাকে মেঘের জল আশায় ।।
রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এলো চমকেটোতে ।
এমন সাধন করে কত মহতে লালন কেবল কুলে কুলে বায় ।।