অন্তরে যার সদাই সহজ রুপ জাগে ।
সে নাম বলুক বা না বলুক মুখে ।।
যাহার কর্তৃক এই সংসারে নামের অন্ত নাই কিছু তার ।
বলুক যে নাম ইচ্ছা হয় যার নাম বলে যদি রুপ দেখে ।।
যে নয় গুরুরুপের আশ্রী কুজনে যেয়ে ভালোয় তারি ।
ধন্য যারা রুপ নিহারী রুপ দেখে রয় ঠিক বাগে ।।
নামেতেই রুপ নিহারা সর্বজয়ী সিদ্ধ তারা ।
সিরাজ সাঁই কয় লালন গোড়া এলি গেলি কীসের লেগে ।।