অমর্ত্যের এক ব্যাধ ব্যাটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে ।
বলবো কি ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা
ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ সেই ফাঁদে ধরা পড়েছে ।।
লোভের চার খাটিয়ে চার খাবার আশে ।
পড়ে সেই বিষম পাশে কত লোভী মারা যেতেছে ।।
জ্যান্ত মরে খেলে যারা ফাঁদ ছিড়িয়ে যাবে তারা ।
সিরাজ সাঁই কয় ওরে লালন জন্মমৃত্যুর ফাঁদ তুই এড়াবি কীসে ।।