লালন ফকীর রচিত গান নং ২

অজুদের ভেদ কিছু বলি শোনরে মন ।
জেনে শুনে আপনার আপনি হও চেতন ।।
আব আতস খাক বাতে, গঠেছে সাঁই আদমতন ।
আপনার নূর তাতে করেছে সে পত্তন ।।
নূরেতে মোকাম ঘেরা, তার ভিতরে সাত সিতারা ।
তার উপরে যুগল তারা, আলো করে ত্রিভুবন ।।
আঠারো চীজে অজুদ খাড়া, বাইশ মোকাম আছে মোড়া ।
তিন তারেতে খবর করা, তোরা আগে লেহাজ করে জান ।।
তিনশো ষাট রগের জোড়া, জুড়েছে এক পবন ঘোড়া ।
জগত জুড়ে একজন ন্যাড়া, উল্টো দাড়ায় তার ভ্রমণ ।।
পাঁচ কাবা পাঁচ ইমাম, পাঁচ নবী পড়ে কালাম ।
পাঁচ পাঁচে পঁচিশের ধাম, পাঁচ ইমাম হন প্রধান ।।
তীরধারা ত্রিবিনে, ধারায় ত্রিগুণে ।
মুর্শিদ বিনে দিশে পাবিনে, কোথায় মূলবস্তু ধন ।।
ছয় মহলে ঘড়ি ঘোরে দিনরাতে, দমে আসল বেনা তাতে ।
সিরাজ সাঁই কয় জ্ঞান উপাসনাতে মন দেরে অবোধ লালন ।।