লালন ফকীর রচিত গান নং ৩

অজুদ চেনার কথা কইরে কলেমা সাবেত করগা যারে ।
কলেমা সাবেত না হইলে রসুল সাবেত হবে নারে ।।
চেয়ে দেখরে মন এই অজুদে, আলিফ হে আর মীম দালেতে ।
আহমদ নাম লেখা তাতে, তাই জানতে হবে মুর্শিদ ধরে ।।
আগে চব্বিশ হরফ করো সন্ধি, তবে দেখতে পাবে নকশাবন্দী ।
তাই দেখলে হয় বন্দেগী, সে আলোক সন্ধি বুঝতে পারে ।।
কোরাণেতে আছে প্রমাণ, এখলাস সুরা এহি কালাম ।
তাই দেখে ফেরেশতা তামাম, আদমকে সেজদা করে ।।
মনসুর হাল্লাজ কলেমা দেখেছিলো, দেখে এশকেতে মশগুল হলো ।
তাইতো আইনাল হক ফুকারিলো, ফকীর লালন কয় ডাকি কই তারে ।।