লালন ফকীর রচিত গান নং ১

অজান খবর না জানিলে কীসের ফকীরি
যে নূরে নূরনবী, আমার তাহে আরশ বারি ।।
বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা ।
ধরতে গেলে না যায় ধরা, যৈছেরে বিজরি ।।
মূলাধারের মূল সেহি নূর, নূরের ভেদ অকূল সমুদ্দুর ।
যার হয়েছে প্রেমের অঙ্কুর, ঝলক দেয় তারই ।।
সিরাজ সাঁই বলেরে লালন, আপন দেহের করো অন্বেষণ ।
নূরেতে নির করে মিলন, থেকোরে নিহারী ।।